Sample letter to be sent to the DIFE regarding formation of Safety Committee




সেফটি কমিটি  গঠন প্রসঙ্গে কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিকট প্রেরণের জন্য নমুনা চিঠি


তারিখ : ২৫  / ০৭ /২০১৬  ইং

বরাবরে,
মহা পরিদশক,
কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,
জাম্বুরী  মাঠ,আগ্রবাদ,
চট্টগ্রাম।

বিষয়:-  সেফটি  কমিটি  গঠন প্রসংগে।

জনাব,
যথাবিহিত সন্মান পূর্বক নিবেদন এই যে, গত   ২৪ / ০৭ /২০১৬ ইং তারিখে আমাদের প্রতিষ্ঠানে ০১ (এক) টি সেফটি কমিটি  গঠন করা হয়েছে।
কমিটির তালিকা আপনার সদয় অবগতির জন্য এতদসংগে সংযুক্ত করলাম।

অতএব,উক্ত কমিটির তালিকাটি  গ্রহন করে আমাদের বাধিত করবেন।
ধন্যবাদান্তে
আপনারই বিশ্বস্থ


(…………………………………..)
ব্যবস্থাপক
মানব সম্পদ প্রসাশন

সংযুক্তি :-উল্লেখ মতে



সেফটি কমিটি  গঠন প্রসঙ্গে কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিকট প্রেরণের জন্য নমুনা ফরমেট


সেফটি কমিটি


(বিধি-৮১-৮৫ ধারা-৯০



ক্রমিক
নং
কারখানা/প্রতিষ্ঠানের নাম,         ঠিকানা, ফোন নম্বর
শ্রমিকের সংখ্যা
সেফটি কমিটি
গঠনের তারিখ
সেফটি কমিটির
সদস্য
সংখ্যা 
সেফটি কমিটির সদস্যদের   নাম, কমিটিতে পদবী ও ফোন নম্বর
gšÍe¨
পুরুষ
মহিলা           
মোট
নাম
কমিটিতেপদবী
যে পক্ষের
প্রতিনিধি
কোম্পানীতে
পদবী
ফোন নম্বর
1







সভাপতি
মালিকপক্ষ




সহঃসভাপতি
শ্রমিকপক্ষ



সদস্য সচিব
মালিকপক্ষ



সদস্য
মালিকপক্ষ



সদস্য
শ্রমিকপক্ষ



সদস্য
শ্রমিকপক্ষ





           
           
           
---------------------------
মহাব্যবস্থাপক
মানবসম্পদ ব্যবস্থাপনা
 


No comments

Powered by Blogger.